কবিতাঃ-লিখুক নব অধ্যায়
              মনোজ ভৌমিক


বিষন্ন রোদ্দুর ছুয়ে যায় পৃথিবীর মাটি,
একদিন এ ধরণীর ভাবনা ছিলো খাঁটি।
বিভেদকারীর চক্রান্তে ভাঙ্গে উপকূল ভূমি,
রীতিনীতি থেমে গেছে যেন একতার কমি।


হতাশার অন্ধকারে নিমজ্জিত মানবতা,
প্রতিনিয়ত মৃত্যু হাতছানি দিয়ে যায় হেথা।
নীরব আর্তনাদে বিজ্ঞান খুঁজে চলে পথ,
সংহতি-দীপ জ্বেলে নিতে হবে দৃঢ় শপথ।


মানুষের চিরন্তনী খিদে থাকে চিরদিন,
বুভুক্ষু মানুষদের মরতে হয় প্রতিদিন।
সব যুগে শোষণের চিরায়ত অঙ্গীকার,
মরেছে ওরাই যূপকাষ্ঠ হয়েছে তৈয়ার।


আজ মরুক ওরা মানবতার গান বিনে
অমলকান্তিরা রোদ খুঁজে মরে ক্ষণে ক্ষণে ,
ওদের কথা লেখা শুধু কবিতা আর গানে
অবশিষ্ট মরুক দেশের নামে বলিদানে ।


আসন্ন মৃত্যু যেন আজ পা ফেলে দু'নৌকায়,
বঞ্চনার ইতিহাসে লিখুক নব অধ্যায়।