কবিতা:- লড়বো মরবো এভাবেই
✍️ মনোজ ভৌমিক


দীর্ঘশ্বাস ফেলবো না আর
দৌড় দেবো ঊর্ধ্বশ্বাসে,
কোভিড ভ্যাকসিন এবার
লঞ্চ হলো এই দেশে।


মুখোবাস দেবো খুলে ফেলে
দূরত্ব চুলোয় যাক,
বিশের ঐ নীল বিষটাকে
একুশটা ভুলে থাক।


রাত জাগা পাখির মতন
আতঙ্কে কেটেছে দিন,
স্বপ্নে উড়ান দিলাম ভরে
জীবন হোক রঙীন।


জিজ্ঞাসা এ মনেতেই থাক
এফেক্টটা কতখানি!
নাইন্টি ফাইভ ইমিউনিটি
বাড়বে এটাই জানি।


শরীরটা সে শরীর নয়
জন্মটাই ন্যাচারাল,
ভ্যাকসিন নেবো ক্রমান্বয়ে
জীবাণুরা ভাইরাল।


তবু আজ বলবো সবাই
একুশটা শুভ হোক,
লড়বো মরবো এভাবেই
থাক না যতই শোক।