কবিতা:-মা আসছেন ধরাধামে
                  মনোজ ভৌমিক


রৌদ্রোজ্জ্বল আকাশ হঠাৎ ঢাকলো কালো মেঘে,
মেঘ-চেহারা দেখতে যেন সে আষাঢ় শ্রাবণ লাগে।
বলছে সবাই মা আসছেন,সেই 'সোনার তরি' চড়ে।
কার্তিক -গনেশ-লক্ষী-সরো সঙ্গেই আছেন ওরে!


দৌড়ে গেলাম নদীর পাড়ে, খুঁজি কোথায় তরি সোনার!
যে তরিতে ছিলো সে মাঝি, করিতে নির্লোভ পারাপার।
ভরা নদী জল করে টলমল তরি যে অনেক দেখি,
এদিক ওদিক চারিদিকময় নিরাশ বদনে ঝাঁকি!


ঐ বাদল মেঘে বাজলো মাদল উঠলো ভুবন কাঁপি,
বিজুলি চমকে অরূপ আলোকে আকাশ গঙ্গা দেখি!
মহিমান্বিত রূপটি লয়ে আসছেন মা ধরাধামে,
অপরূপ সেই 'সোনার তরি' মাঝি মন্দ্রিত তার নামে।


হিংসা বিদ্বেষ হীন হোক এ ধরা মা'র আগমনে।
দূর হয়ে যাক যত কালো মেঘ,মুখোরিত জয়গানে।