কবিতা:-মা আসছেন
             মনোজ ভৌমিক


ঢ্যাং কুড়া কুড় কুড়
বাজলো পূজোর ঢাক।
সকল ঘরেতে আজ
বাজে মঙ্গল শাঁখ।


আসছে মা ধরাধামে
অসুর নিধন করে।
বিজয় মুকুট পরে
অশ্বের পিঠে চড়ে।


কার্তিক গণেশ সাথে
অসুরটা তফাতে।
গর্জে সিংহ মামা
দেয়নি গায়ে জামা।


ডাকে ময়ূর "কেকা"
লক্ষ্মী পেঁচায় সখা।
ইঁদুর লুকিয়ে দেখে
হাঁস ডাকছে কাকে!!


লক্ষ্মীর চাই গয়না
সরোর নেই বায়না
যাচ্ছে মামার বাড়ি
নয়তো মুখটি হাঁড়ি!


আজকে যে মহালয়া
আনন্দিত সসাগরা।