কবিতাঃ- মা ও মাতৃভাষা
✍️ মনোজ ভৌমিক


ভূমিষ্ঠ শিশুর  কন্ঠ নিঃসৃত প্রথম শব্দ "মা"
তুলনাহীন ওই শব্দের প্রধান অর্থই ক্ষমা।
হৃদয় ছোঁয়া ঐ মধুর শব্দ মনের মাঝে ঘোরে,
সকল দেশের সকল জাতের নিজস্বতা ওরে।


মায়ের ভাষায় জাগে যারা ঘুমায় রাতের বেলা,
তাদের মতো সুখী কে বল! বিশ্ব জুড়ে করে খেলা।
অনুকরণীয় ভাষার মধ্যে নেই আন্তরিকতা,
পরদেশে ভিক্ষাবৃত্তি সম জাগায় মনেতে ব্যথা।


সমৃদ্ধ হয় প্রতি সভ্যতা ঐ মাতৃভাষার দানে,
মাতৃভাষা মাতৃদুগ্ধ কথা আজ জানে সর্বজনে।
বীর শহীদদের রক্তে লেখা ভাষার স্বাধীনতা,
বুঝিয়েছে এ বিশ্বকে ভাষার গুরুত্ব কথা।


আজকে ঐ বৃদ্ধাশ্রম হাতছানি দেয় বলো কেন?
মাতৃভাষাকে সম্মান দেওয়া উচিত সবার জেনো।