কবিতা  :-মায়ের উপদেশ
            মনোজ ভৌমিক


শীত কাটে উড়ে যায় পরযায়ী পাখি,
ছোট্ট খোকন সোনায় করে ডাকাডাকি।
কোথা যাস উড়ে উড়ে বল তোরা আজি!
আয় না আমার আঁঙে দানা দেবো সাজি।
আর যে সময় নাই  যেতে হবে দূরে,
আবার আসলে শীত আসবো রে ফিরে।
মা'রে ডেকে খোকা কয়, ডাকো না ওদের,
রবিবারে 'জু'তে বলো দেখবো কাদের!
হেসে হেসে কন মাতা যেতে দে রে খোকা,
সময়ের দাস ওরা আমরাই বোকা।
নিয়ম কানুন সব ভাঙি জোর করে,
ওদেরকে বাঁধি মোরা স্বার্থ সিদ্ধি তরে।
যেতে  দে রে সোনা ছেলে যাক ওরা উড়ে,
ওদেরকে বাঁচতে দে নিজ মত করে।