কবিতা:- মহা বিবর্তন-১
           মনোজ ভৌমিক


সত্যিকথা বলতে উলুবনেরাও আজকাল মুক্ত ছড়ানোর গল্প শুনতে চায়! -->সোশাল মিডিয়ার সৌজন্য।


ঝিনুকের মধ্যে এখন আর সেভাবে সেই মুক্তর জন্ম হয়না।--> বন্ধ্যত্ব প্রকট।


আমি এখন রসুনের খোলার মধ্যে মুড়ি পিঁয়াজের ভালোবাসার গল্প শুনি! --> যা অবৈধ।


ভীষণ পজিটিভ লোকেদের নেগেটিভ আচরণে চোখ রাখি।--> যদিও এটাও নেগেটিভ।


ভয় নেই, এখন দেশের সর্বোচ্চ ন্যায়ালয় দ্বারা বেশকিছু বিল আজ সংশোধিত।->প্রজন্মের চাহিদার জন্য।


এই সংশোধনের কারণ অনুসন্ধানকারীরা ন্যায়াধীশের উপর তুলছে অঙ্গুষ্ঠ। --> দেশ গণতন্ত্র!


সত্যিকথা বলতে,আজ এ দেশে এক গোপাল ভাঁড়ের ভীষণ দরকার।
কারণ,ওর-ই ক্ষমতা আছে সাবেকি হেঁয়ালিতে দুধের মধ্যে জলের পরিমাণ বার করার।-->দক্ষ ব্যক্তিত্ব।


কিন্তু বেচারা গোপাল ভাঁড় কি বুঝবে,আজকাল দুধে আর দুধ নেই! কেবলি কেমিকেল কম্পোজিশন!-->করাপশন সর্বত্র।


তাই বুঝি গড়ে ওঠা সম্পর্কের মধ্যে বেড়ে ওঠে ভালোবাসার ইরিটেশন! -->অবিশ্বাস প্রকট।


আজকাল পানিয় জলের স্তর মাটির অনেক নীচে,তাই বুঝি ওকে পিউরিফায়ার মেশিনে পরিশুদ্ধ করতে হয়!-->ঘুণধরা সমাজ।


জীবনের এই কঠিন বাস্তব ভাবনাগুলো এখন ক্যাকটাস হয়ে,মরুভূমির মরীচিকায় পিয়াসী জলের খোঁজ করে!--> ঘষামাজা জীবন।


---------চারিদিকে মহা-বিবর্তন প্রকট -----