কবিতা:- মানবিকতা যাচ্ছে যে মরে
            মনোজ ভৌমিক


একটা কথা বলছি এখন মন দিয়েই সবে শোনো,
এরমধ্যে ভাবনাটা কিন্তু ডিজিটাল আছেই জেনো।
মানবিক সকল ভাবনাগুলো হারাচ্ছে ধীরে ধীরে,
এ দৃশ্য আজ চোখের সামনে আসছে যে ঘুরে ফির।
স্বার্থ ছাড়া সম্পর্কের কোনো মূল্য নাই হেথা,
আন্তরিক ভাবনাটার আশাকরাই আজ বৃথা।
সেদিন দেখি ব্যাঙ্কেতে গিয়ে,ভিড় ছিলো খুবই কম,
চলছিলো কাজ ঢিলেঢালাই,ছিল না তো কোনোই দম।
নিরক্ষর এক বৃদ্ধা এলেন নিয়ে টাকার থলি,
বলেন তিনি জনে জনে,"কাগজটা দাওনা ভরে খালি।"
বলেন সবে,"সময় নাই একটুও যাও আজ ফিরে,"
ব্যাঙ্ক অফিসার ধমক দিলেন,"কালকে এনো ভরে।"
বৃদ্ধা বেচারি বসলো চেয়ারে মুখটি করে ভার,
এদিকওদিক তাকায় শুধুই,যেন কেউ নেই তার।
বলি তারে,"ও মাসিমা,তোমার ওই বইটা নিয়ে এসো,
ভরবো তোমার কাগজখানি কারেও না জিজ্ঞাসো।
ব্যস্ত সবাই মুঠোফোনেতে,সময় নেই যে কারুর,
মানবিকতা যাচ্ছে যে মরে,এই তো সময় শুরুর।"
সময়ের আর দোষ কি বলো,আজ দেশ যে ডিজিটাল,
ক'দিন পরেই দেখবে তুমি,সব সম্পর্কটাই কাল।