কবিতাঃ- মানবতা ধরাশায়ী
✍️ মনোজ ভৌমিক


ঝড় বাদলে আর দুর্বিপাকে মরছে বলো কারা?
ওরা...যারা পথে ঘাটে বাস করে কিংবা সর্বহারা।
অথবা কিছু যারা আছে দিন আনে ও দিন খায়,
নুন আনতে পান্তা ফুরোয় নতুবা কিঞ্চিৎ সঞ্চয়।


তুমি আমি বেশ ভালো আছি  বড়ই বাক্যবাগিস,
সজন তোষণ নীতি মানি নইলে সব রাবিস।
ওদের কথা ভাবে কে বলো আজকের দুনিয়ায়?
থাকে ওরা শুধুই ব-কলমে সংবাদ মিডিয়ায়।


ওদের কথা বলতে গেলে নেতাদের কণ্ঠ রোধে ,
"অমলকান্তি" রোদ খোঁজে আজও খুব সস্তা বোধে।
ওরা দেখো খুশির ইমারত গড়ছে প্রতিদিন,
"সবাই রাজা" যতই বলা আজকেও ওরা দীন!


কবিদের সে বিপ্লবী কথায় স্বার্থ লুকানো দেখি,
যুগান্তরে সময় খুঁজেও দুঃসময় দেয় উঁকি!
ভাবনাটাকে লুকিয়ে রেখো বলবে না কোনোদিন,
নজরুলের সাম্য ভাবনায় জমে অনেক ঋণ।


গতানুগতিক চলতে দাও স্বদেশে পরিযায়ী,
ভাবগভীরে ভাবনা ডোবে মানবতা ধরাশায়ী।