কবিতা :- মানুষ বললে ঘা খেতে হয়
           মনোজ ভৌমিক


বিজ্ঞরা বলেন," মানব জন্মটা অনেক পুণ্যের ফল।"
আমি মানুষ কিনা জানিনা,তবে অবয়বটা ওইরকমই।
মানবিক চেতনাকে খুঁজে চলেছি দু'টি হা-ভাতে হাত দিয়ে..
ওরা প্রত্যাখ্যান করে বলেছে," মানুষ হও আগে।"
মানুষ বলতে কি বোঝায় আজকে!!
অকস্মাৎ ওদের গেটের বিদেশী কুকুরটা চিৎকার করে  বুঝিয়ে দিলো।
আমি মুখ ফিরিয়ে পথ চলা শুরু করলাম...
হঠাৎ একদল অচেনা চেহারা সম্মুখে দণ্ডায়মান!
জিজ্ঞাসা," তোর কি জাত! ধর্ম কি! কোন পার্টির লোক?" হতবাক হয়ে একবিংশ শতাব্দীর মুখপানে তাকালাম..
অস্ফুট শব্দে "মা-নু-ষ" বলার আগেই বেশ কয়েকটা ঘা খেলাম
আজকাল মনে হয় " মানুষ" বললে ঘা খেতে হয়।