কবিতাঃ-মা'র আহ্বান
✍️ মনোজ ভৌমিক


রাত ছুটছে সমুখপানে
ভোরের দরজা খোলা চাই,
ধোঁয়ায় ঘেরা পুব আকাশে
আলোর নেশা জাগবে ভাই।


মন খারাপের ব্যালকনিটা
দেখছি ভীষণ জমজমাট!
কার্ণিশ পানে তাকিয়ে দেখি
শতেক কাকের ব্যস্ত হাট!!


নদীর বুকে তুফান ওঠে
তর্পণ করা মন্ত্র অশেষে!
মন ভোলানো মধুর সুর
উঠলো বেজে বেতার দেশে।


পালতোলা সেই নৌকাগুলো
নীলাঞ্জনায় হাঁটছে বেশ!
দমকা হাওয়া পাল্লা দিয়ে
বলছে বিষাদ সময় শেষ।


হঠাৎ করে সবুজ প্রাণে
ঢাকের বাদ্যি বাজলো জোরে,
শিশির চোখো ঘাসের ডগায়
আনন্দ রোদ জড়িয়ে ধরে!


শিউলি ঝরা বুকের পরে
লালদোপাটি গাইছে গান!
শেফালি ও শাপলা ছাতিম
ধরছে দেখো দারুণ তান!!


পদ্ম শালুক দোলায় মাথা
হিমেল বাতাস এলো দোরে,
কাশের বুকে মা'র আহ্বান
মহালয়ার এ পূণ্য ভোরে।