কবিতা:- মাটির আর্তনাদ
             মনোজ ভৌমিক


জানিস অনিকেত,
ছোটোবেলায় অনেকটা সময়...
বিকেলের আকাশ দেখতাম।
নীলাকাশ জুড়ে সাদাকালো মেঘেরা খেলে যেত...
কখনো কখনো তাল-নারকেল গাছের
মাথার উপর জেগে ওঠা রংধনু রঙে
চোখ আটকে যেত!
মনে হতো,দিগন্ত হতে দিগন্তে ছুটে যাই।
জানিস,অসীম কৌতুহলে আকাশ ছুঁতে ইচ্ছে হতো!


আজকাল আর সে আকাশ দেখিনা রে!
বিকেলের আকাশটা এখন বড্ড ধোঁয়া ধোঁয়া!


এখন আর আকাশ দেখতে ইচ্ছে হয় না।
ইচ্ছে হয়না প্রকৃতির এই নিরাভরণ রূপ দেখতে!
এখন কান পেতে শুনি শুধু মাটির আর্তনাদ!