কবিতাঃ- মাটির ডাক
✍মনোজ ভৌমিক


মেঘ হয়ে আর থাকবি রে কতদিন!
আকাশ যতই বাঁধুক তোরে ও প্রাণে,
বৃষ্টি হয়ে ঝরবি এ বুকে প্রতিদিন।
এ মন যে আমার সেকথাটাই জানে।


ছন্নছাড়া বাঁধন হারা কেন রে তুই!
থাকিস সদাই হৃদয় হারানো ক্ষণে!!
হাওয়ার সাথে বলিস রে চুপকথা,
পাগল হাওয়া সঙ্গ দেয় তোর সনে।


চোখের কাজলে হোক না মায়া অদ্ভুত!
কেউ কি তোকে আমার মতো কাছে টানে!!
আমার শরীরে জাগিয়ে পঞ্চভুত,
বেকার ছুটিস মেঘ তারাদের পানে।


এলোকেশী তুই,আয় না আমার বুকে,
অবুঝ প্রাণেতে জাগিয়ে সজীব সাধ।
অরূপ ছন্দে নাচনারে দারুন সুখে,
পরেই না হয় নেবো রে সৃষ্টির স্বাদ।