কবিতা :- মায়ের ভাবনা
কলমেঃ- মনোজ ভৌমিক


মাটি দিয়ে গড়ছে পুতুল
খাচ্ছে মাটি ও দুষ্টু কানাই,
মা দেখে কন,দুষ্টু রে তুই
সময় তোরে কেমনে জানাই!
এ মাটি এখন নয়রে খাঁটি
বিষে বিষে ভরা ওর বুক,
ওই মাটিতে নেই রে সোনা
আগের মত কোমল সুখ।
সময় আজ বদলে গেছে
বিষে ভারাক্রান্ত ধরাকুল,
বাঁচতে হবে ভেবে ভেবেই
হচ্ছে সবাই আজ ব্যাকুল।
সেই শৈশব হারিয়ে গেছে
আজকে এই ধরার বুকে,
কেমন করে হবিরে বড়!
ভেবে ভেবেই মরি রে দুখে।