কবিতাঃ- মিথ্যে ফানুস
✍️ মনোজ ভৌমিক


দ্বন্দ্ব আজকে ভুবন জুড়ে
দ্বন্দ্ব সবার অন্তরে,
মনের কোণে আগুন জ্বলে
শান্তি বলো কার ঘরে?


কোঁদল দেখি শরৎ মেঘে
দিল খোলা ঐ অম্বরে,
সৌদামিনী মরছে জ্বালায়
বজ্রপতন জোর শোরে!


সময় এখন রুদ্র রোষে
বর্ষা মেঘের রূপ ধরে,
মানুষ দেখি দানব সাজে
ধর্ম নামের পথ পরে!


স্বার্থ নিয়ে খেলছে সবাই
আপন বল কে ওরে!
ছলচাতুরি ও রাহাজানি
নিত্য দিন খেলা করে।


আসল কথা অসৎ লোকে
দুনিয়াটায় গেছে ভ'রে,
মানুষ নামের মিথ্যে ফানুস
ওড়াই শুধু জোর শোরে।