কবিতা:- মিথ্যে শপথ
✍️ মনোজ ভৌমিক


মিথ্যে ছিল শপথ তোমার
ভালোবাসার গান,
বুকের মাঝে লুকিয়ে রাখি
নীরব অভিমান।


বলেছিলে মধুর স্বরে
তুমিই আমার হিয়া,
তোমায় ছেড়ে কোনোদিনও
যাব না কোথাও প্রিয়া।


প্রণয়সূত্রে বাঁধলে সেদিন
নিলে আপন ক'রে,
এক সংসার খুশি দিলে
একান্নবর্তী ঘরে।


তিলে তিলে গড়লাম দোহে
সুন্দর এ ফুলবিথী,
হাসি কান্নার দোলায় দোলা
ভালোবাসার স্মৃতি।


চল্লিশ বসন্ত কাটিয়ে মোরা
ছুঁলাম গোধুলিবেলা,
খুশির দিনে মারণ অসুখ
সাঙ্গ করলো খেলা।


হঠাৎ করে গেলে গো চলে
না বলা কথাটা বলে,
শপথ কেন ভাঙলে বলো
আমায় একলা ফেলে?