কবিতা :- মহা বিবর্তন-৩
             মনোজ ভৌমিক


এখন ধূর্ত শেয়াল আর চতুর কুকুরদের....মোরগ শিকারের ফন্দিতে চোখ রাখি --- অস্থির সময়।


আজকাল করলার রস সেবনে নেতাদের আর বিতৃষ্ণা লাগে না --- দেশ মধুমেহ রোগে আক্রান্ত।


এখন পিয়াসী হরিণ শাবকদের ঝর্ণার নীচের জল খেতে দেখে বাঘেরা টিপ্পুনী কাটে না --- নির্বাচন আসন্ন।


এখন কালবোশেখির উন্মাদ মেঘ ঝোড়ো বৃষ্টির থেকে বজ্রপাত বেশি ঘটায় --- সমৃদ্ধি জাহির করা।


আজকাল মৃত পহাড়ে ঝর্ণার আশ্চর্যজনক প্রস্রবণে চোখ রাখি --- চিকিৎসা শাস্ত্রের অভিনবত্ব।


শ্মশানে দাঁড়িয়ে অনেকেই মড়াকাঠের ভালোবাসার গল্প শুনতে চায়। ----সাবেকি প্রেমের খোঁজ।


কামুক বিড়ালরা এখন কেবল হেমন্তের মাটিতে আঁচড় কাটে না,সকল ঋতুতেই আঁচড় কটে  --- গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান্য।


চুনোপুঁটিদের থেকে রাঘব বোয়াল আর পাকা কাৎলার চাহিদা বেশী---ভোট ব্যাঙ্ক ওদের হাতে।


সত্যিকথা বলতে কি ..সময় এখন মহা বিবর্তনের পথে এগিয়ে চলছে ---আগামীর স্বপ্ন দেখা বন্ধ রাখো।