কবিতা:-মন থেকে মুছে যাক
✍️ মনোজ ভৌমিক


বছর নতুন হোক
ক্যালেন্ডার ছুঁয়ে,
সবাই উঠবে জেগে
ভাবনাটা নিয়ে।


পৃথিবীটা সুস্থ হোক
আগের মতন,
ব্যবধান যাক ঘুচে
মানুষ যখন।


মুখোশে কি আসে যায়!
ওতো চিরায়ত,
বাদবাকি যা কিছুই
সময়ের ক্ষত।


বছরের দোষ নয়
দোষ আমাদের,
বিশেতে ছড়ালো বিষ
তারা তোমাদের।


অতৃপ্তি আজকে দেখি
সারা দুনিয়ার,
"আরো চাই!" "আরো চাই!!"
ভাবনা সবার।


একুশ কি বলবে এসে,
ভালো আছি আমি!
খুঁজেছ কী ও মানুষ
কোথা আছে কমি?


অশেষটা শেষ হোক
আসুক নুতন,
মন থেকে মুছে যাক
ওই পুরাতন।