কবিতাঃ- মন
✍️ মনোজ ভৌমিক


মনের মধ্যে মনকে খোঁজা
আজকে ভীষণ দায়,
কখন যে ও কোথায় থাকে
বোঝার নেই উপায়।


কেমন করে বোঝাই কারে
মন যে হাওয়ার মত,
পরাণ পাখি উড়বে যেদিন
সেদিন হবে ও হত।


কায়ার মাঝের ছায়াটাকে
ধরতে পারে কি কেউ?
মনের গতি দুরন্ত অতি
যেমন সমুদ্র ঢেউ।


মনের খবর মনই জানে
স্রষ্টাও জানে না ভাই,
এমনিতর স্বাধীন সাত্ত্বা
এই ব্রাহ্মণ্ডেও নাই।


তাই তো বলি,মন রে তুই
ধন্য এ ভুবন মাঝে,
তোর মহিমা অপার দেখি
দিন ফুরোনো সাঁঝে।