কবিতাঃ- মন্দ হাওয়া
✍️ মনোজ ভৌমিক


ঐ মন্দ হাওয়া দ্বন্দ্ব জাগায় আজকে সকল বিশ্বাসে,
তবুও কেন সবাই ওরেই গভীর ভাবে ভালোবাসে?
আসল কথা মন্দ ও নয় মন্দ যে ওর ঐ স্বভাবটা,
মন্দ কথার গন্ধ ছড়িয়ে কাটায় নিজের অভাবটা।
বিশাল আকাশ দেখতে থাকে কয় না কথা ওর সাথে,
সুযোগ বুঝে সূর্য মশাই ওরে গরম করে সস্তাতে।
চাঁদ তারাদের গল্প শোনায় চুপিচুপি ও মাঝ রাতে,
দ্বন্দ্ব কথা দেয় ছড়িয়ে রাত ফুরোনো ওই প্রাতে।
মন্দ হাওয়া স্বভাবটা তোর বদলে নে না সময়েতে,
তোর কারণে বিশ্বজুড়ে আজ নেই যে কেউ একসাথে।