কত কবিতা লিখবে তুমি কবি!
তাকিয়ে দেখো, চারিদিকে শুধু
বীভত্সতার ছবি!
হিংসা-প্রতিহিংসা যেন উন্মাদ আগ্নেয়গিরি!
ধর্ম নিয়ে উত্তাল রাজনীতি।
একানায়কত্বের দাম্ভিকতায় ঘুরছে সারা পৃথিবী।
রাজার ঘরে রাজস্ব বাড়ে,
গরীবের ঘরে দুর্ভিক্ষের ছবি।
টেকনলজি লাফিয়ে চলেছে।
মিডিয়া যেন ঘুমিয়ে পড়েছে।
শিক্ষিতেরা কালো চশমা পরেছে।
অপাংক্তেয় হয়েছে গণধর্ষন, ইত্যাদি।


তুমি বলছো, তুমি নাকি কবি!
সত্যি যদি তাই, তোমার হাতে আছে শক্ত ছড়ি।
ওঠাও এবার সেটা
সজোরে মারো সমাজের ঐ পিঠটায়।
রক্ত ঝরুক, কেঁদে উঠুক,
জেগে উঠুক সব্বাই।
তবেই যদি সমাজ বুঝতে পারে,
ঘুমিয়ে থাকা চলবে না রে!
জাগতে হবে তেমনি ক'রে
যেমন সূরজ রাগের ঘোরে
আপন দেহে ঢেলে চলছে ঘি।


জাগো, মানুষ জাগো!
কবিদের চোখে চোখ রাখো,
মনের মধ্যে ঊনবিংশ শতাব্দীকে ডাকো।