কবিতাঃ- মরণ হয়েছে খেলা
✍️ মনোজ ভৌমিক


চারিদিকে অন্ধকার
নেই হেথা আলো,
কুয়াশা ঢেকেছে ধরা
বড় বেশি কালো।


হেমন্ত বিদায় নিলো
এলো বুড়ো শীত,
তবুও হেথায় কেন
বর্ষা গায় গীত!


সময় অ-সময় যেন
মিলে মিশে এক,
অলক্ষ্যে ঈশ্বর হাসে
দেখ তোরা দেখ।


সভ্যতার বিষবাষ্প
ছড়ায় আঁধার,
প্রকৃতি হারিয়েছে শ্রী
দেখো চারিধার।


আসবে কী এর পরে
কঠিন সময়!
হৃদয় কম্পিত সদা
লাগে শুধু ভয়।


অদেখা যা কিছু ছিল
দেখলো জীবন,
আরো কী আছে গো বাকি
দেখার এখন!


বেঁচে থাকাই বিস্ময়
আজকের দিনে,
মরণ হয়েছে খেলা
দেখছি ভুবনে।