কবিতাঃ- মৃত্যুঞ্জয়
✍️ মনোজ ভৌমিক


ভ্যাকসিন নিয়েছো কি?
পেয়েছো কী বুস্টার??
প্রশ্ন শুনেই ওরা
মুখ দেখে বার বার!


হতবাক চেহারায়
লেখা নেই কেনোকিছু,
হেঁটে গেল মহামারী
ফারাক একটুকিছু।


ওরা তো তেমনি আছে
সেদিন যেমন ছিল,
কাজ করে একসাথে
মানেনি নিয়মগুলো!


সর্দি,কাশি ও জ্বর
সময়ের গড়বড়,
মরেনি কেউ তো ওরা
গেছে সে অশীতিপর।


বৈশাখ দেখেছে ওরা
দেখে তো ভরা শ্রাবণ,
হেমন্ত কুয়াশা চোখে
শীতেতে অবগাহন।


ভ্যাকসিন ট্যাকসিন?
ও তো শুধু আমাদের,
ওরা তো দিব্যি আছে
ছিল কিছু উলটফের।


কর্মযোগ শেষ কথা
জন্মটাই বলে তাই,
ব্যবধান ওইখানে
মাটি ছুঁয়ে থাকা চাই।


মৃত্যুকে করেছে জয়
ধরার হোক না ক্ষয়,
যুদ্ধ,মড়ক ও মারী
কিছুতেই নেই ভয়।