কবিতা:-মুখোবই-এর সাইড এফেক্ট
          মনোজ ভৌমিক


মুখোবইএর প্রেম গল্পটা বলছি আমি শোনো,
শুনতে গিয়ে হাসতে হাসতে লুটোপুটি খেও না যেন।
শাঁকচুন্নির সোমত্ত মেয়ে নামটি তার পুঁটি,
এখন সে ওই মুখোবইটা করছে দারুণ ঘাটাঘাটি।


বয়ফ্রেন্ড তার সহস্র জন পল্টা কিন্তু আসল,
তাকেই নিয়ে আজকাল তার চলছে ভীষণ ধকল।
দেখছে পুঁটি পল্টা নাকি মুখোবইএ খেলছে দারুণ খেল,
পুঁটিকে হাতে রেখে অনলাইনে শাঁকচুন্নিতে মেল।


ক'দিন থেকে মা-মেয়েতে গড়ছে রণক্ষেত্র ঘরে,
এসব দেখে বাপ মামদো আজ মদের নেশায় মরে।
জোরেশোরে বলতে থাকে,"  মুখোবই তুই কেন এলি দোরে?
তোর কারণে আজকাল আমার শান্তি নেই যে ঘরে।"