কবিতা:-মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ চাওয়া
          মনোজ ভৌমিক


একটা মানুষ,একটা যুদ্ধ, চাই যে নতুন দেশ!
বলেন মুজীব দীপ্ত কণ্ঠে,"পাবেই বাংলাদেশ। "
নামের শেষে খোদাই করা শব্দটা তার রহমান,
এক ডাকেতে ঝাঁপিয়ে পড়লো স্বাধীনচেতা প্রাণ।


সবুজ প্রাণেতে উজ্জীবিত হলো সাতই মার্চ,
মুক্তিযুদ্ধে পাবোই মোরা,মোদের স্বাধীনরাজ।
পঁচিশ মার্চের কাপুরুষ ঘৃণ্য পাক হানাদার,
বুঝলো ওদিন ওরা ভালোই সন্তান বাংলার।


রক্তঝরা ওই বুকে ছিলো যে ভীষণ আর্তনাদ!
ত্রিশ লক্ষ বাঙালী মনে ছিলো স্বাধীনতার স্বাদ।
নয় মাসের সেই কঠিন যুদ্ধে পেলো বিজয় সুখ,
একাত্তরে ১৬ডিসেম্বরেই মোছালো মায়ের দুখ।


বঙ্গবন্ধু, আজকে তোমায় জানাই লাল সেলাম।
তোমার জন্য আজকে আমরা ভাষা ও দেশ পেলাম।
তোমার ভাবনা আজকেও কিন্তু সঠিক পথে চাই,
বিভেদ ভুলে বলবো গো সবাই "আমরা বাঙালী ভাই।"


মুক্তিযুদ্ধের এটাই ছিলো মোদের শ্রেষ্ঠ চাওয়া,
স্বাধীনতার সাথেই সকল বিভেদ ভুলে যাওয়া।