কবিতাঃ- মুক্তির মার্গ
✍️ মনোজ ভৌমিক


অপরূপ এ ব্রহ্মাণ্ডে রূপের বাহার!
তোমার অরূপ সৃষ্টি কর্মেতে সাকার।
ভূলোক দ্যুলোক মাঝে মহা ব্যবধান,
কর্মের বন্ধনে বাঁধা এ সৃষ্টি মহান।


প্রভুর অমৃত বাণী ব্যপ্ত চারিধার,
সৃষ্টি মাঝে কর্ম হোক শেষ পারাবার।
চন্দ্র,সূর্য,গ্রহ,তারা স্বীয় কর্মে লিপ্ত,
জাগতিক কর্মযজ্ঞ তাই তো সম্পৃক্ত।


স্বয়ং পালনকারী কর্মেতে চঞ্চল,
এ বিশাল কর্মযজ্ঞে মুক্তি কোথা বল?
মোহ মায়ার বন্ধনে আবদ্ধ মানব,
কর্ম বিনা দেখ আজ কূ-রূপ দানব!


আসল মুক্তি হোথায় যেথা কর্মযোগ,
পরমাত্মায় আত্মার হয় সংযোগ।