কবিতা:-নব প্রত্যুষের প্রতীক্ষাতে
কবি:- মনোজ ভৌমিক


রাত জাগা পাখি আজ ঘুমিয়ে পড়েছে....গভীর রাতেতে।
কত রাত জেগেছে সে! ভাবেনি তো আগে!
সত্যি কি ঘুমিয়ে গেছে! না আধ ঘুমে জেগে আছে সে!
এখনো তো ছটফট করে, নড়ে ওঠে ও যে!
মনে হয়,ঘুমিয়ে ঘুমিয়ে ও স্বপ্নে ভাবে....
চাঁদ কি ডুবে গেছে আগের মতন!
নিকষা গাঢ় অন্ধকারে,পশুরা কি জেগে আছে!
ঘুমিয়ে গেছে কি মানুষের চির পিয়াসী মন!
কত পাখি ঘুমিয়ে আছে! বনানী কি নি:স্তব্ধ এখন!
হাজারো প্রশ্নের বেড়াজালে শঙ্কিত তার মন।
জীবনের সকল ভাবনা গুলো,
রাত জাগা পাখির সাথে,গুনছে কি প্রহর!
আধ ঘুমো চোখে সে দেখবে কি প্রত্যুষের নতুন সূর্যোদয়!