কবিতা :-নাইবা মনে রাখলে  
✍️ মনোজ ভৌমিক


বিষাদে ছিলে এতগুলো দিন আমার সঙ্গ নিয়ে,
সুখ পাওনি এতটুকুও স্পর্শ আমার পেয়ে।
তৃপ্তি ছিল না একরত্তিও তোমার হৃদয় মাঝে,
ঘৃণাই শুধু করেছো আমায় সকাল থেকে সাঁঝে।


তবুও তোমায় বলিনি আমি অকথা ও কু-কথা,
আপন মনে সয়েছি কেবল তোমার দেওয়া ব্যথা।
ভেবেও তুমি দেখলে না গো আমায় একটিবারও,
চাইনি আমি করতে ক্ষতি নিজের থেকেই কারও।


সময় ফেরে এলাম যখন তোমার বিশাল ঘরে,
হর্ষ উল্লাসে গাইলে গান নিলে গো আপন করে।
তোমার শত্রু ভরেই দিলো আমার এ দেহে বিষ,
হাজার চেষ্টায় গেল না ও নাম হলো বিষাক্ত বিশ।


শত গঞ্জনায় নিলাম বিদায় তোমার হৃদয় হতে ,
নতুন যারে পেলে তুমি থেকো সুখে তারই সাথে।
অসীম খুশির দোলায় দুলে হাসির কলরোলে,
মগ্ন হয়ে তখন আমায় নাইবা মনে রাখলে!


তবুও আমি থাকবো তোমার হৃদয়ের ওই কোণে,
ক্ষমা তুমি কোরো আমায় ব্যথা জাগানিয়া ক্ষণে।