কবিতাঃ- নামটি তোমার শ্রীজাত
✍️ মনোজ ভৌমিক


বুদ্ধ শিবের যুদ্ধ এখন একলা শীতের ঘরে,
ত্রিশূল ঢাকা গল্পটা আজ থাক না ঘুমের ঘোরে।
কবিতারও নাকি জ্বর হয়! হয় সময়ের রোগ!!
শব্দেরা আজ ভাবনা বুকে যেন ভুগছে দুর্ভোগ!


অক্ষরগুলো ভাবছে বসে, আজকে কোথায় যাই!
ভালোবাসার উষ্ণ পরশ কার কলমে পাই!!
সময় অসুখ এমনিকরে ওরেই কেন জড়ায়?
শব্দ ঠোঁটের হাসি কেনো অসুখ প্রেমেই হারায়??


অসুখ তো আজ বিশ্ব জুড়ে অসুখ শব্দ কোষে,
তোমার অসুখ সারবে জানি ঐ শব্দ ভালোবেসে।
জানালা পানে তাকিয়ে দেখো হাসছে রোদল শীত,
শব্দেরা সব ভিড় করেছে গায় প্রার্থনা সঙ্গীত।


শীতের দিনে বাদল মেঘ যতই হানুক আঘাত,
মুখে তোমার শব্দ হাসি নামটি তোমার শ্রীজাত।



বিঃদ্রঃ- প্রিয় কবি Srijato Bondopadhyay  দ্বিতীয় বার  কোভিড আক্রমনের শিকার ওনার শীঘ্র সুস্থতা কামননর্থে লেখা।