কবিতাঃ-নেই অভিযোগ
✍️ মনোজ ভৌমিক


গাছের থেকে খসছে পাতা
ঘাসের চোখে জল,
প্রশ্ন এখন বিষাদ ক্ষণে
জীবন সাথী কে বল?


সময়ের এই উত্তরটা
খুঁজছি আজ সবাই,
পবিত্র সেই ভাবনাটাকে
করছি শুধু জবাই।


ভাই বোনের মধুরতাকে
মাপকাঠি দিয়ে মাপি,
বন্ধুত্বের ভালোবাসায়
দেখি স্বার্থের ঝাঁপি।


সাতপাকের বন্ধনটাকে
যদি খেয়াল করো,
দেখবে হোথা প্রকৃত সাথী
ঐ সম্পর্কই বড়।


তিলে তিলে সংসারটাকে
বাঁচিয়ে রাখার পণ,
ঝড় ঝঞ্ঝা তুফান শত
সামলে নেয় দু'জন।


হেমন্ত দিনে কষছে হিসাব
ঐ বৃদ্ধাশ্রমে বসে,
ভালোবাসায় নেই অভিযোগ
শেষ বয়সে এসে।