কবিতা:- নিভে যাবে সকল সময়
কবি:- মনোজ ভৌমিক(দুর্নিবার কবি)


সে নাকি নিজেকে বড় সুন্দরী ভাবে!
ফেসবুকে সেজে গুজে অনেক ছবি রাখে?
অনেক কমেন্টস নাকি আসে?
ভাবুক না।রাখুক না।আসুক না।
ক্ষতিটাই বা কি তাতে?
তুমিও তো ভাবতে পারো নিজকে,
মেনকা,রম্ভা কিংবা ঊর্বশী।
এতে কারুর কিছু আসে যায় কি?
এই তো সময়।ভেবে নাও,সেজে নাও।
তারপর, আসবে যে পাতাঝরা ক্ষণ।
প্রাণভরে নাও হাওয়া।
মনে মনে বর্ষায় নিজকে ভিজিয়ে নেওয়া;
শুধু শুধু ঢেঁকি শালে ধান ভেঙে,
হবেটাই বা কি?
এ বিশ্ব সংসারে,সকল কাজের ভীড়ে,
নিজকে মেলে ধরার,এই তো সময়।
ঘুরে নাও,ফিরে নাও,
গেয়ে নাও,বলে নাও।
এই তো সময়।
এ সময় চলে গেলে,
আসবে যে বিষম সময়।
টাকা-পয়সা,বাড়ী-গাড়ী,
সকলি রইবে পড়ি।
চেয়ে রবে নীলাকাশে,
শ্মশানের কাঠের নীচে;
নিভে যাবে সকল সময়।