কবিতা:-নিধুবাবুর ভাবনা
          মনোজ ভৌমিক


নিধুবাবুর ইদানীং  নাকি বিশাল প্রতিপত্তি!
দিন ও রাতে সমান জাগেন ঘুম নেই একরত্তি!
ছেলেমেয়েরে বলেন নাকি,"স্ট্যাটাস বুঝেই দস্তি,
নইলে পরে হবে কিন্তু দস্তিতে ধস্তাধস্তি।"
গিন্নিরে বলেন,"আজ কিন্তু ওজন বুঝেই চলো,
খুব ভালো হয় সব পুরনো বন্ধুদের যদি ভোলো।
সাজগোজটা রেখো গো এমন যেন লাগোই হীরোইন,
তোমার কাছে ঘেঁষবে না ওরা,দেখো আর তো কোনোদিন।"
সুট বুট আর টাই কোটেতে নিধুবাবু পথ চলেন,
আগের মতন হাসেন না আর মেপেই কথা বলেন।
দিনের বেলায় ডিগবাজী খান রাতে ব্যায়াম করেন,
বলেন তিনি,"শরীরচর্চা,সময় তো আজ বোঝেন।"