কবিতাঃ- নীলের বিবর্তন
✍️ মনোজ ভৌমিক


প্রতিদিন বিষাক্ত সাপের ছোবল খাই,
ভরে নিই এ শরীরটায় শুধু নীল বিষ!
সে সময় বদলে গেছে, বদলেছে বাঁচা,
চারিদিকে নীল... শুধু নীল! নীলের আশীষ!!


তোমার গহ্বর থেকে প্রতিপল
জেগে ওঠে অজস্র বিষাক্ত সাপ!
আগুন ছুঁয়েছে যারা... তারা বেঁচে গেছে...
বেঁচে থেকে গিলে নিই বিষ চুপচাপ।


বিষকন্যার মতোই বিষধর হবো সব!
মৃত্যু এসে ফিরে যাবে না হয় তখন....
বিবর্তিত হয়ে যাবে শরীরের প্রতি কণা,
সময়ের ঘরে দেখা দেবে নীলের বিবর্তন!