কবিতা :- নীলের পিয়াসী
             মনোজ ভৌমিক


কতদিন সাগর দেখিনি!
তুই বলেছিলি একদিন সাগর দেখাবি
সেই প্রতীক্ষায় ছিলাম আজও ।
ওখানে নাকি অনন্ত নীল!
উচ্ছ্বল ঢেউয়ের বুকে নাকি অসীম জিজ্ঞাসা!!
তুই ভুলে যাসনি তো?


আমি জানি, আজ আর সাগরে সে নীল নেই।
ধোঁয়াটে রঙে বারুদ গন্ধের আবিলতা !
আমি আর সাগর দেখতে চাই নারে,
দেখতে চাই না মহাসাগরও।
দেখতে চাই একটা উন্মুক্ত নীল আকাশ।
দেখাবি আমাকে!!
দু'চোখ ভরে দেখবো... যদি খুঁজে পাস।