কবিতাঃ- নিন্দুকের জয়
✍️ মনোজ ভৌমিক


পরচর্চা আর পরনিন্দা
দুষ্ট লোকেরই কাজ,
ওতে তাতে লাগিয়ে দ্বন্দ্ব
মাথায় পরেন তাজ।


চলন বলন বহুরূপী
কথায় ঝরান মধু,
কথার বলন এমনতর
যেন প্রাজ্ঞ কোনো সাধু!


একবার যদি পড়ো ফাঁদে
অশান্তিতে ঘোরে মন,
বন্ বন্ বন্ ঘুরবে মাথা
হিংসার আবর্তন।


বেলতলাতে ঘুরবে তুমি
দেখবে না আর ফিরে,
বোঝার মত মানুষ হলে
থাকবে দু’হাত দূরে।


বিশ্ব জুড়ে দেখছি আজকে
ঐ লোকেদেরই জয়,
তুমি আর আমি বেচারা হয়ে
দ্বন্দ্বেতেই হই ক্ষয়।


আপন কর্মে মগ্ন যে জন
থাকবে ভীষণ সুখী,
পরোপকারে ব্রতী হলে
হবে না কখনো দুখী।