কবিতা:-নিও সময়ের সাজ
✍️ মনোজ ভৌমিক
এবার দুর্গা না হয় সবাই অনলাইনে দেখো,
বিধি বিধান মনের মাঝে লুকিয়ে না হয় রেখো।
দূর্গা এখন নতুন রূপে আবির্ভূতা এই দেশে,
"দূর্গা দূর্গা " মন্ত্র না হয় মিডিয়াতেই যাক ভেসে।
মানুষ তোমায় দেখছি যত বলছি বলিহারি,
সময়ের সাথে খেলছো খেলা ভীষণ রকমারি!
পুজোপাট সব খেলনা হলো সময়ের আবেশে,
আইন দিয়ে বাঁধলে তোমরা ভাবনাটাকে শেষে!
উপায় কিছু পাই না খুঁজে সময়ের দিই দোষ,
আগ্রাসী ঐ মানসিকতায় কেউ করি না আপসোস।
হায়রে মানুষ শোনাই কারে সময়ের উপকথা,
স্মৃতিচারণে পাচ্ছি আজকে মনেতে গভীর ব্যথা।
সময়ের সাথে আন্তরিকতার হচ্ছে কেন যাচাই!
জীবন যুদ্ধে সচেতনতা নিয়েছি কি আজ সবাই!!
সময় সবারে শিখিয়ে দিলো ধর্মের ভাবধারা,
প্রশ্ন এখন ঘুরছে মনেতে আসল ভক্ত কারা?
যেমন খুশি তেমন সাজা বলার তো নেই কিছু,
আসছে বছর দেখবো হয়তো আবার অন্যকিছু।
দুর্গা তুমি দুর্গাই থেকো, নিও সময়েরই সাজ,
ভবিতব্যের প্রশ্ন মাথায়, তোমায় পূজে কি কাজ!