কবিতা:- নিরানন্দময় আনন্দ
              মনোজ ভৌমিক


ছন্দ ভেঙে দিয়ে গেছে শ্রাবণের মেঘ,
এখনো গুমোট গরম আশ্বিনের বেগ।
কালো মেঘ যায় উড়ে কোথা কোন দেশে!
সাদা পেঁজা তুলো মেঘে গর্জে শরৎ আসে।


শরতের আবেশে জেগে ওঠে আলোর মেলা,
সুরভিত কুসুম কাননেতে রঙের খেলা।
এমনি মধুর দিনে মন হয় উচাটন,
কারে বোঝাই বলো,বিরহ বেদনা এখন!


ও শ্রাবণ চুপিসারে ভেঙে গেলো মন,
এ সুখেতে নেই সে হাসি,যাতনায় জীবন।