কবিতা:- নীরব জিজ্ঞাসা
             মনোজ ভৌমিক


কেন লোকে আজো সদা বলো ফুল ভালোবাসে?
মধুর আবেশ নিয়ে ফুল কেন বলো হাসে?


সৌরভ যদি নাও থাকে কি ক্ষতি বলো তাতে?
তবু তো সে ফুল সৌন্দর্যের বিকাশেতে!


গাছের শাখা বেয়ে বৃন্ত চুমে জেগে ওঠে তারা,
সূর্যের আলো বুকে নিয়ে হয় যে আত্মহারা।


আকাশের সাত রঙে ছড়ায় ওরা মুক্ত হাসি,
আপন দেহেতে ভরে কত রঙ নিজেরে প্রকাশি।


হাতের তালু বেয়ে জেগে ওঠে স্বপ্ন ঈশ্বরে,
ফুলের সৌরভ শুষে নিতে চায় মানুষ একেবারে।


ফুল কি বোঝে না ওই মানুষের ঘৃণিত ভালোবাসা?
তাই কি ফুলের মনে জেগে ওঠে নীরব জিজ্ঞাসা!