কবিতাঃ- নির্বাক সময়
✍️ মনোজ ভৌমিক


শরৎ আকাশে শ্রাবণ মেঘের ঘটা!
বলছে সময় ভাঙনের খেলা এটা।


ডুকরে কাঁদে জমাট বাঁধা অভিমান,
মেঘমল্লায় ভাসছে আগমনী গান!


ঐ নক্সীকাঁথারা ডুবে যায় অনুরাগে,
ডুবন্ত কিশলয় মরে মরে যেন জাগে!


চুপি কথারা ছিটকিনি দেয় কানে,
আর কিছুরা মগ্ন প্রেমের গানে!


নাড়ী ছিড়ে যায় কিছু আজনবী খাতে,
হাভাতে কান্না শুনছি অকাল বর্ষাতে!


বোবা হয়ে গেছে সময়ের কলতান,
উৎসব খোঁজে হারানো দিনের গান।