কবিতা:- নির্মূল করো সন্ত্রাসবাদ
         মনোজ ভৌমিক


ইরান আজ চিৎকার করে,
আফগানিস্তান যন্ত্রণায় মরে।
কাশ্মীরে কাঁটাতারে প্রতিদিন রক্ত ঝরে,
মানবিকতা দিনরাত মাথা ঠোকে বিশ্বের দ্বারে।


প্যালেস্টাইন আর জেরুজালেমে মানবতা হিংসা আগুনে জ্বলে,
এখন প্রশ্ন,সিরিয়ার শিশুর জীবন যন্ত্রণার কথা কে বলে?
ওদিন ঢাকার সবুজ বিশ্বাসে রক্ত ছিটিয়ে গেলো কারা?
ইউরোপীয় দেশও কেন আতঙ্কেতে দিশাহারা?


বিশ্বের বিজ্ঞ দেশেও কিন্তু পায়না পরিত্রাণ,
প্রশ্নটা সবার কাছে,বেড়ে ওঠা সন্ত্রাসের, নেই কি সমাধান?
ফাগুন প্রেমের গোলাপও সেদিন সন্ত্রাসী রক্তে রাঙা ছিলো,
ভাষা শহীদদের ওই রক্ত সেদিন, ভাষার সাথে স্বাধীনতা এনেছিলো।


প্রশ্ন এখন,ভারতভূমিতে আজ জাগবে বলো কোন বীর?
সন্ত্রাসী ওই ডেরাটাকে ভেঙে দিয়ে কে গড়বে নতুন তসবির!!
ফাগুন এখনো ভোলেনি সেই ভাষার আর্তনাদ,
জেগে ওঠো হে বীর,বিশ্বকে সাথে নিয়ে করো নির্মূল সন্ত্রাসবাদ।