কবিতা:-নিউক্লিয়  ভাইফোঁটা
            মনোজ ভৌমিক


ঐ অক্ষরগুলো ভেসে যায় বোবা কান্নায়,
শব্দেরা থমকে দাঁড়ায় চৌকাঠ গড়ায়।
মেঘলা আকাশ জমা হয় মন আঙিনায়।
ধুয়ে যাবে পুরানো ফোঁটা বৃষ্টি কণায়!


ও ফোঁটাদের তো কোনো দোষ দেখতে পাইনা,
শুধু ভাবের সাথে ভাবনার বিড়ম্বনা।
বিলম্বিত লয়ে আজ ফিরে এলো সেদিন,
ফোঁটা বেঁচে আছে কেবলি ভাবনার অ-দিন।


আন্তরিক ভাবনা জাগে নেটের খেলায়,
ফোঁটা কি অঙ্কিত হবে চৌকাঠে অবেলায়?
সময়ের স্রোতেতে ভাবনায় ভ্রুকুটি,
ভাবনাকে হারিয়ে জাগে যেন  ফর্মালিটি।


সবকিছু মেনে নেয় নিউক্লিয় জীবন,
ভাবনা ও ভাবের নেই সে মেলবন্ধন।