কবিতাঃ- নলিন খুড়োর গল্প
কলমেঃ- মনোজ ভৌমিক


সময় ফুরানো সময়ের কথা আজ বলি বলো কারে!
এখন হেথায় বিনা মেঘে প্রায়ই বজ্র অনেক পড়ে!!


সময়ের কথা বলতে গিয়ে হোঁচট খাচ্ছি বারে বারে,
নলিন খুড়োর ব্যর্থ প্রেমের গল্প শোনাই বলো কারে!


টেঁকো মাথায় পরচুলটা উনি সদাই ঢেকে রাখেন,
পোশাকআশাক পরেন এমন হিরোর মত লাগেন।


ব্যাচেলর  বুড়োর প্রেম গল্প আজ শুনলে হাসি পায়,
ইদানীং বুড়ো নাকি রাতের বেলা জেগে জেগে ঘুমায়!


একা একা মুঠোফোনেতে  করেন কি যে বোঝাই ভীষণ দায়!
খানিক পরে জানালা দিয়ে ইশারায় কারে যেন কি  শোধায়!!


শুনতে পেলাম চা'র দোকানে শত ফিসফিসানি কথা,
নলিন খুড়োর আজকাল নাকি মনেতে বড়ই ব্যথা!


হেডমিষ্ট্রেস রাধিকাদেবীর বয়স হবেই ষাটের ঘরে,
বছর খানেক পড়শী হয়ে ছিলেন বুড়োর প্রেমের ঘোরে!


হঠাৎ নাকি ফেসবুকেতে পেয়েছেন নতুন যুবক সাথী!
তাই নাকি উনি ঐ বুড়োর সাথে এখন করছেন বজ্জাতি!!


বুড়োর বুকটা জ্বলছে এখন যেন চোত-বোশেখের আগুন,
রোজ রাতেতে ঐ জানালা দিয়ে খোঁজেন সেই পুরাতন ফাগুন!


বুক চাপড়ে বলতে থাকে,  ওরে, কোথায় গেলি ও মন রাধে!
তোর বিহনে আমার এ মন আজ এ শেষ বয়সে কাঁদে।


নলিন খুড়োর গল্পটা আজ সমাজে গেছে ছেয়ে,
রাধিকাদেবীর টেস্টও ষোড়শীদের গেছে ছাড়িয়ে।