কবিতা :- নমি তাহার ছবি
             মনোজ ভৌমিক


সে অন্ধ শ্রাবণ শুনেছিলো কান পেতে,
গুমোট ভাদর কাঁদলো শরৎ প্রাতে!
চায়ের দোকানে জমে থাকা ব্যথা কথা,
দিয়েছিলো পরে বিদ্রোহের বারতা।
জ্বলে পুড়ে গেছে হৃদয়ের আঙিনা,
দেশমাতৃকার করেছেন বন্দনা।
চুরুলিয়া জানে সম্প্রীতি কারে বলে,
সাম্যের গান সদা ছিলো তাহার গলে।
বিদ্রোহের ভাষা ছিলো কবিতা গানে,
বুঝিয়েছিলেন পরাধীনতার মানে।
আঙুল উঠিয়েছে বিভেদকামী লোক,
ঘৃণ্য ভাবনায় পেয়েছিলেন বড় শোক।
অভিমানী মনে চলে গেছেন সে কবি,
আজ প্রয়াণ দিবসে নমি তাহার ছবি।