কবিতা:- নতুন দিনে
কবি:- মনোজ ভৌমিক


একপা দুপা করে কেটে গেলো পুরানো এক বছর,
নোট বন্দী পার হয়ে জি এস টিতে চলছে সফর।
দাঁতভাঙা সব মানুষগুলোর টলবলে আজ পা,
বলছে কেউ নতুন প্রয়োগ একটু সামলে যা।
প্রয়োগ তো সব হতেই থাকে কেই বা বলছে না!
ডিজিটাল সব হচ্ছে রে ভাই একটু সবুর করনা।
চোখবুজিয়ে ভাবতে থাকো মনে চিন্তা এনো না,
এফ ডির পয়সা পাবে কিনা কাল ব্যঙ্কও জানবে না।
লভ্যাংশের বেশি শতাংশ চোরেরা নিয়ে পালায়,
বাকী পয়সায় হবেটা কি? আমজনতার সংশয়।
ওসবকথা যাকনা আজকে,মনখারাপের যাতনা,
দেহের মধ্যে সুগার আর ব্লাড প্রেশার বাড়িও না।


লালপাড়েতে হলুদ শাড়ী, একচিলতে সজীব হাঁসি,
ঠোঁটের 'পরে লাল লিফস্টিক,যেন  হয় না উদাসী।
পুরানো জুতোয় পলিস করা,পাঞ্জাবীটা হোক দেশি,
উল্টো পাল্টা হোক না দেশটা,হাসো এক চিলতে হাসি।
আজ লুকিয়ে সকল দু:খ কথা,গাই না চলো গান,
উঠছে আজকে নতুন সূর্য, গড়বো নতুন অভিধান।