কবিতাঃ- নতুন দিনে
✍️ মনোজ ভৌমিক


সুবাসিত,সুরোভিত,মুখরিত চারিদিক!
বসন্ত গেয়ে গেল সেই সুমধুর সঙ্গীত।


বনে বনে ফোটে ফুল,ফলে ফলে ভরেছে বাগান,
তোমার এ আগমনে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গান।


বিষাদময় আবহাওয়া যাক দূরে যাক,
বিবিধের মাঝে শুধু আজ এক কথা থাক।


হিংসা,বিদ্বেষ,হানাহানি হয়ে যাক বন্ধ,
পৃথিবী থেকে উড়ে যাক ঐ বারুদের গন্ধ।


প্রেম,প্রীতি,ভালোবাসা যেন না হয় অভিমানী,
ধর্ম বিভেদ ভুলে শুনি যেন একতার বাণী।


হে নূতন, তোমার আগমনে জাগুক মানবতা
এ পৃথিবী আমাদেরি,শান্তি বজায় থাকুক হেথা।