কবিতা:- ও ভাই আমজনতা
            মনোজ ভৌমিক


আমজনতা যতই তোমরা কলা বেচতে থাকো,
একটু না হয় ঘাড় ঘুরিয়ে রথযাত্রা দেখো।
দেখতে গিয়ে হারিয়ে যেও না নিজকে সামলাবে,
সাথে সাথে খোল করতাল বাজানোর জন্য পাবে।
বাজাতে গিয়ে বলবে কিন্তু,"বলো হরিবোল,"
ফাটে যদি যাক না ফেটে এই জীবনেরই খোল!
সত্যিকথা বলতে আজ নেতাদের তামাশা দেখো,
বোলো না একটিও কথা,মুখে কুলুপ এঁটে রেখো।
তোমরা তো কলুরবলদ যেমন ঘোরায় ঘোরো,
বিদ্যাবুদ্ধি নেই যে ও ঘটে,মনেই কেঁদে মরো।
স্বাধীনতার শতকেও চলবে রথযাত্রা,
কীর্তন আর পদাবলীর দেখো পদযাত্রা।
ভোটের দিনে চলে যে বড়ই স্বজন পোষণ,
গদি পেলেই চলবে ভাই আমজনতার তোষণ।
শিলান্যাস আর প্রকল্পে কাগজ যায় ভরে,
সবাই জানে,সবাই বোঝে,করবেটা বা কি ওরে!
আসল কথা এ দেশে চলে এভাবেই উন্নয়ন,
চোখের মধ্যে যতই ভাসুক আমেরিকা-লন্ডন।
গদির নেশা বড়ই  খাসা,হারায় যে রীতিনীতি,
আমজনতা আজকেও বিমর্ষ প্রকৃতি।