কবিতা:- ও বৃষ্টি তুই
             মনোজ ভৌমিক


শ্রাবণ শেষে দেখলাম তোর অন্যরকম রূপ!
পাহাড় বুকটা ভেঙেই দিলি সমতলে কু-রূপ।
এমন কেন সঙ রে তোর? মন কেন চঞ্চলা!!
বুঝিস নাকি তোর কারণে সবার ঘরে অবেলা!


আগুনজ্বলা আষাঢ় যে গেলো দারুণ দুখে,
ভেবেছিলো শ্রাবণ এলে থাকবে সবাই সুখে।
পাহাড় ভাঙলি প্রথমদিকে ভাঙলি তুই ঘর,
শ্রাবণ শেষে ভাসালি সবারে হলি রে তুই পর।


তবু আমি বলবো না তোরে আসিস না তুই আর,
তুই ছাড়া জীবন বাঁচানো বড়ই যে দায়ভার।
যেমন খুশি তেমন নাচ ভাসিয়ে দে ঘরদোর,
একেবারে করিস না সবারে মাটির থেকে পর।


ও বৃষ্টি তুই আয় না আবার আগের মতন ওরে,
আষাঢ়-শ্রাবণ- ভাদ্রতে ঝরিস নিয়ম করে।
দিলাম কথা সজীবতার মূল্য দেবো এবার,
বল,ঝরবি তুই আগের মত! মন ভরাবি সবার!!