কবিতাঃ- ও গান্ধীজী
✍️ মনোজ ভৌমিক


হিংসা এখন দিকে দিকে
ন্যায়ের ঘরেও চলছে গুলি!
ঐ গণতন্ত্রের বুলি আওড়ে
স্বাধীনতার বাজাই থালি।


স্বাধীনতার সিংহভাগই
অহিংসারই মূলমন্ত্রে,
প্রজন্ম এখন ব্যখ্যা করে
ভাবনাটা ছিল ষড়যন্ত্রে!


বোবা কালা ও অশ্রুতদের
শুনছি নাকি শত্রুও নাই!
গান্ধী বাণীর ঐ কথাটির
প্রহসনেই হচ্ছে জবাই!!


থাপ্পড় খেলে থাপ্পড় দিও
সময় দিনের মূল কথা,
রক্ত, আগুনে জ্বলছে ধরা
কারুর মনে নেইকো ব্যথা!


ভাবনা তোমার বুদ্ধ হলেও
সিদ্ধ ছিল সেই সময়ে,
এখন তুমি পকেটে বন্দী
হাত সেঁকছি গণপিটিয়ে।


ভোট ব্যাঙ্কের রাজনীতিতে
তোমার সৃষ্টি বিলুপ্ত প্রায়,
ধর্ম জাতে বিভেদ গড়ে
দল গড়ছি নির্দ্বিধায়।


গণতন্ত্র যাক না চুলোয়
চোখ রয়েছে ঐ মসনদে,
স্বার্থকেন্দ্রীকি রাজনীতিতে
স্বাধীনতা নীরবে কাঁদে।


তোমার কথা চা'র দোকানে
কচুরি আর আলুর চপে,
দেশ এখন এগোয় দারুণ
বাড়িয়ে হিংসা ধাপে ধাপে!


তবুও তোমার দিনটা এলে
সব হয়ে যাই গান্ধীবাদী!
পাথর মূর্তি সাফাই করে
আমজনতার জন্য কাঁদি!


তোমার কথা বলতে গিয়ে
মাইক্রোফোনে কৎকে উঠি,
স্বাধীন দেশে আমরা এখন
রাজার কথায় জোয়াল কাটি!