কবিতা:-  ও কালিদাস
             মনোজ ভৌমিক


উড়ো মেঘের গল্পটা আজকে বলি কারে বলো!
ঐ মেঘেতে প্রেম ব্যথাটা লুকিয়ে কার রইলো?
মেঘটা যে ভীষণ চতুর হৃদয় নিয়ে ঘোরে,
তাই এ মন হঠাৎ করে কালিদাস হয়ে মরে।


ও কালিদাস!ছাড় না তোর ডাল ভাঙা সেই পণ,
এ প্রাণেতে কেন  তোর ঘর ছাড়া জ্বালাতন?
উড়ো মেঘের প্রেম আজ হাওয়ার সাথে খুব,
এই ভাবনা ভেবে ভেবে তুই পাচ্ছিস যে দুখ!


ভাবিস কেন ও কালিদাস? দেখনা হেথায় চেয়ে,
প্রেমের আজ নেই বিধান,মুঠোফোনে গেছে ছেয়ে।
কাঁদিস কেন  কালিদাস? আজ চুপটি করে বোস,
ওসব কথা ভেবে ভেবে হারাস কেন তুই হোঁশ?


উড়ো মেঘের প্রেমটা যখন ফুরিয়ে যাবে ওরে,
কান্না হয়ে ঝরবে তখন তোর বুকেরই 'পরে।