কবিতাঃ-ও বিদ্যাসাগর
✍️ মনোজ ভৌমিক


শব্দ এখন ভাঙছে নিয়ম অক্ষরদের হরতাল,
বিদ্যাসাগর, তুমি বাপু কোথায় বাজাও করতাল!
দামোদরে ওঠে না সে ঢেউ মরছে কাঁসাই বুক ঠুকে,
শ্রাবণ মেঘ দেখলে পরেই মরু হৃদয়ে বাণ ডাকে!


পরিচয়টা আজকে যেন বর্ণে বর্ণে খুঁজে বেড়াই,
ভাগ করে ঐ দ্বিতীয়টাতে উচ্চারণে খাবি খাই!
সাগর জলে করে স্নান আমরা নাকি সেই বাঙালি!
ব্যাকরণের করণটাকে কৌমুদী থেকে করছি খালি।


সংস্কারের সমাজটা আজ ধর্ম আগুনে জ্বলতে দেখি,
মানবতার বিধবা সাজ মনুষ্যত্ব  মারে কি উঁকি!
সিংহ এখন গর্জে ওঠে মূর্তি ভাঙার পণ নিয়ে,
দিন বদলের অসভ্যতায় দেশটা এখন গেছে ছেয়ে।


ভগবতীরা বৃদ্ধাশ্রমে  বিদ্যাবাগিসের বিদেশ পাড়ি!
ভাবনা আজ মৃত কঙ্কাল সময়ের পিঠে মারে ছড়ি!!
শিক্ষা এখন ব-কলমে দীক্ষাটাকে ওজন করি!
কৃষ্টি কাঁধে শ্মশান পথে বলছি সবাই বলো হরি।


বিদ্যাসাগর,ও বিদ্যাসাগর,বাজছে নাকি তোমার ঢোল!
ব্রাত্য হয়েছে শব্দগুলি রিমিক্স করে বাজাই খোল।
জন্ম যদি নাও গো তুমি বদলে নিও সমীকরণ,
জ্ঞানের জন্য পড়া কোথায়! প্রতীকী আর উপকরণ।